তরুপল্লবের ‘গাছ দেখা গাছ চেনা’ কর্মসূচি শুক্রবার

রাজধানীর মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যানে গাছ দেখিয়ে গাছ চেনাবে তরুপল্লব। 

এ উপলক্ষে আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় তরুপল্লবের ৩০তম ‘গাছ দেখা গাছ চেনা’ কর্মসূচি অনুষ্ঠিত হবে। 

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তরুপল্লবের সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন, কথাসাহিত্যিক ও নিসর্গী বিপ্রদাশ বড়ুয়া, সাবেক সিসিএফ ও আইইউসিএনের সাবেক বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. ইশতিয়াক উদ্দিন আহমদ, পাখি-গবেষক ইনাম আল হক ও জাতীয় উদ্ভিদউদ্যানের সাবেক বোটানিস্ট শামসুল হক প্রমুখ। 

গাছ চেনানোর এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে ৩০টির মতো গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হবে আশা করা যাচ্ছে।  

২০০৮ সালের ৫ ডিসেম্বর রমনা পার্কে গাছ চেনানোর অনুষ্ঠানের মধ্য দিয়ে তরুপল্লবের যাত্রা শুরু। 

তরুপল্লব এ পর্যন্ত ২৯টি গাছ চেনানোর অনুষ্ঠান, উদ্যান কর্মীদের নিয়ে কর্মশালা, বৃক্ষরোপণ ও প্রকৃতিবিষয়ক সাময়িকী প্রকৃতিপত্র প্রকাশসহ নানামুখী সমাজ সচেতনমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। -বিজ্ঞপ্তি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //